লিওনেল মেসি আজ রেকর্ড গড়েছেন- Robo Tech Valley

Home লিওনেল মেসি আজ রেকর্ড গড়েছেন

লিওনেল মেসি আজ রেকর্ড গড়েছেন

  • Shaki Hussain
  • 2021-09-10
  • Robotics
  • লিওনেল মেসি আজ রেকর্ড গড়েছেন। ব্রাজিলের পেলেকে টপকে কনমেবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি রেকর্ড করবেন, আর নেইমার বসে থাকবেন, তা কী হয়? রেকর্ডবইয়ে আজ নাম লিখিয়েছেন নেইমারও। হ্যাঁ, হয়তো রেকর্ডটা মেসির মতো কলেবরে অতো বড় নয়, কিন্তু তা-ও রেকর্ড তো!

    আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমার একটি গোল করেছেন, এভেরতন রিবেইরোকে দিয়ে আরেকটা গোল করিয়েছেন। নিজের গোল করেই অনন্য রেকর্দটা নিজের করে নিয়েছেন এই পিএসজি তারকা। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে ১২টা গোল হয়ে গেল নেইমারের। এত বেশি গোল আর কোনো ব্রাজিলীয় তারকার নেই। রোনালদো, পেলে, রোনালদিনিও, রোমারিও, আদ্রিয়ানো, জিকো, তোস্তাও, রিভেলিনো, গারিঞ্চা - কারওর না।

    বিজ্ঞাপন
    ম্যাচের আগে নেইমার  
    ম্যাচের আগে নেইমার
    ছবি : রয়টার্স

    আর্জেন্টিনার মতো আজ ব্রাজিলও নেমেছিল ৪-৪-২ ছকে। গোলকিপার ওয়েভেরতনের সামনে রক্ষণভাগে জুটি বেঁধেছিলেন রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও বেনফিকার লুকাস ভেরিসিমো। দুই ফুলব্যাক হিসেবে ছিলেন জুভেন্টাসের দুই তারকা দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠে রিয়াল মাদ্রিদের কাসেমিরোর সঙ্গে জুটি বেঁধেছিলেন মার্শেইয়ের গেরসন। দুই ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলেছেন অলিম্পিক লিওঁর লুকাস পাকেতা ও ফ্লামেঙ্গোর এভেরতন রিবেইরো। স্ট্রাইকে নেইমারের সঙ্গে জুটি বেঁধেছিলেন ফ্লামেঙ্গোর আরেক তারকা গাব্রিয়েল বারবোসা।

    চোখজুড়ানো ফুটবল খেলেছে আজ ব্রাজিল। চিলির বিপক্ষে আগের ম্যাচে ১-০ গোলে জিতলেও খেলা দেখে খুব যে শান্তি পাওয়া গেছে, সেটা সেদিন কোনো ব্রাজিল সমর্থকও বলবেন না। তবে আজ সে ব্যাপারটা ছিল না। তিতের নতুন পছন্দের ৪-৪-২ ছকে খেলোয়াড়েরা যে আস্তে আস্তে খাপ খাইয়ে নিতে পারছেন, সেটা বোঝা গেছে আজ। প্রথম থেকেই নেইমার ছিলেন অপ্রতিরোধ্য। নেইমারকে কীভাবে আটকানো যায়, গোটা নব্বই মিনিট ধরে বুঝে উঠতে পারেননি পেরুর ডিফেন্ডাররা।

    ১৪ মিনিটেই এভেরতন রিবেইরোকে দিয়ে ম্যাচের প্রথম গোল করান নেইমার। লেফট উইংয়ে পেরুর সেন্টারব্যাক আন্দেরসন সান্তামারিয়াকে বোকা বানিয়ে বল নিয়ে ডি-বক্সে থাকা এভেরতনের দিকে পাস দেন নেইমার। দুর্দান্ত প্লেসিংয়ে দলকে এগিয়ে দেন ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার।

    ৪০ মিনিটে গোলের খাতায় নিজেই নাম লেখান নেইমার। এভেরতন রিবেরিওর দূরপাল্লার এক জোরালো শট আটকে দিলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি পেরুর গোলকিপার পেদ্রো গালেসে। বল চলে যায় সামনে থাকা নেইমারের কাছে। গোল করতে ভুল করেননি এই তারকা।

    এই নিয়ে জাতীয় দলের হয়ে ৬৯টা গোল হয়ে গেল নেইমারের। ১১২ ম্যাচ খেলে ৪৯টা গোলে সহায়তাও করেছেন।

    এবারের বাছাইপর্বে এই নিয়ে ছয়টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন ছয়টি, পাঁচটি গোলে সহায়তাও করেছেন। জাতীয় দলের জার্সি গায়ে দিলেই নেইমারকে যে ঠেকানো যায় না, আরেকটা প্রমাণ এসব পরিসংখ্যান।

    ফুটবল থেকে আরও পড়ুন
    মন্তব্য করুন

    Leave_a_Comment

    You are not logged in. Click here to login
    Comments: 2

    by Shahriar at 2021-11-14 13:54:28

    nice

    by Shaki at 2021-09-13 15:24:58

    Love for ML10