Ibtihal Utsho

Ibtihal Utsho

    • Students Achievement

রোবো টেক ভ্যালির ০১২২ ব্যাচের স্টুডেন্ট ইয়াছির প্রিন্স। রোবোটিকসে প্রোজেক্ট তৈরি করার মাধ্যমে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে সে। প্রিন্স ২৩০০ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ৫ ক্ষুদে বিজ্ঞানী হয়ে আবার সেই ৫ জন সেরা বিজ্ঞানীরদের মাঝে প্রথম স্থান অধিকার করেছে। সম্মাননা হিসেবে এক লক্ষ টাকা, সম্মাননা স্মারক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে ফুল স্কলারশিপ পেয়েছে। Congratulations to Prince yeasir! রোবো টেক ভ্যালি তার ছাত্রদের সবসময় অনুপ্রানিত করে যায় এবং ছাত্রদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্যও করে।